Ads Here

শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

একদিন হয়তো তার স্বপ্নগুলো পূরণ হবে..

আমি লিজা। নিচের গল্পটা আমার লেখা । আশা করি পুড়োটা পরবেন।
(আসল ভিডিওটা দেখতে চাইলে এই পেজের নিচে যান)

আজ লিজার বৃষ্টিতে ভিজতে ভীষণ ইচ্ছে করছে।মনের মধ্যে জমে থাকা সব বেদনাগুলো বৃষ্টির জলে মুছে দিতে চায়।অজান্তে তার চোখ থেকে কয়েক ফোটা জল বেরিয়ে আসে।লিজার চোখের জলে সিক্ত হতে থাকে তার মনের আকাশ।অবয়ব জুড়ে ভর করছে মালিন্যতা।পিষি শখ করে তার নাম রেখেছিল লিজা ডাস। তবে তার বাবার দেওয়া আরেক টি নাম আছে। মাঝেমধ্যে তিনি লিজাকে "প্রিয়াঙ্কা "বলে সম্বোধন করতে বেশি স্বচ্ছন্দবোধ করেন ।

(আসল ভিডিওটা দেখতে চাইলে এই পেজের নিচে যান)









(আসল ভিডিওটা দেখতে চাইলে এই পেজের নিচে যান)
অবশ্য তার মায়ের দেওয়া আরও একটি নাম আছে।তার মা প্রায় শখ করে সোমা বলে ডাকে।সব কটা নামই লিজার বেশ পছন্দ।তবে কাছের সব বন্ধুদের কাছে সে লিজা নামে পরিচিত।ছোটবেলা থেকেই লিজার গানের প্রতি এক আলাদা মোহ কাজ করত। ঘরের বড় এবং আদুরে মেয়ে হওয়ায় তার কোন ইচ্ছাই অপূর্ণতায় থাকতো না।মাসির দেওয়া হারমোনিয়াম দিয়ে গান গাওয়া শুরু করে।তখন তার বয়স বছর দশেকের মতো হবে। সেই থেকে গানের পথে চলা শুরু।একের পর এক গান গেয়ে কুঁড়িয়েছে নানা শ্রেণীর মানুষের ভালবাসা।
(আসল ভিডিওটা দেখতে চাইলে এই পেজের নিচে যান)

সেই সাথে নিজের শিক্ষাজীবন কে মেধার আলোয় আলোকিত করতে ভুলে নি।অজস্র কণ্টকময় পথে তাকে পাড়ি দিতে হয়েছে শুধুমাত্র জীবনে টিকে থাকার জন্য।লড়ে গেছে নিজের মনের বিরুদ্ধেও।তাই তো আজ সে সফল।পেড়েছে দেশের নামকরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। গান গাওয়া কে নিয়ে রয়েছে তার বিশাল স্বপ্ন।যেখানে বাঙ্গালী ফোক সঙ্গীত ভুলতে শুরু করেছে। পিছু নিচ্ছে পাশ্চাত্য গানের প্রতি। সেখানে সে মানুষের মাঝে ফোক সঙ্গীত কে বাঁচানোর অদম্য সংগ্রাম করে চলছে।

যেখানে সবাই সামান্য বাহবা পাওয়ার জন্য গান করে সেখানে লিজা সবার থেকে ব্যতিক্রম। তবে তারও মাঝে মাঝে ইচ্ছে জাগে সবাই তাকে চিনবে।সবার মুখে মুখে তার নাম থাকবে।যদিও লিজা খুব মিশুক প্রকৃতির।তবে খুব ইমোশনাল একটি মেয়ে।ইমোশনাল মেয়েরা সহজে মানুষকে আপন করে নিতে পারে।তবে তারা খুব চাপা স্বভাবের হয়। ওদের মনের খবর কেউ রাখে না।সবসময় সবাইকে মাতিয়ে রাখবে ঠিকই কিন্তু যখন নিজের মন খারাপ নিরালয়ে বসে কাঁধবে।কাউকে বুঝতে দিবে না সে অসুখী। লিজাও তাদেরই মাঝে একজন।

লিজা দেখতে ছিল শ্যামা বর্ণের।ছিপছিপে মাঝারি দেহের গঠন।চুলগুলো ছিল ভ্রমরের ন্যায় কালো।তার প্রতিটি হাসিতে যেন মুক্ত জড়ে। যেখানে অনেক মেয়েই আছে যারা নিজেদের কৃত্রিম সৌন্দর্যের মুখোসের আড়ালে দাম্ভিকতায় ব্যস্ত
সেখানে বিধাতার দেওয়া আপন মাধুর্যতা নিয়ে লিজা ভীষণ সুখী।

লিজার মনের মাঝেও উঁকি দিয়েছিল বসন্তের হাওয়া।কিন্তু কোন এক ভয় তাকে সংবরণ করতে বাধ্য করেছিল।পেয়েছিল অনেকের কাছ থেকে সঙ্গে থাকার প্রতিশ্রুতি। সেদিন হাসিমুখে সবাইকে ফিরিয়ে দিয়েছিল। জড়াতে চায় নি মিথ্যে ভালবাসার বেড়াজালে।তার কেবলই স্বপ্ন, আগে নিজেকে দাঁড় করাতে হবে সমাজের খুঁটি হয়ে।
লিজার স্বপ্ন জুড়ে রয়েছে ব্যাংকার কিংবা টিচার হওয়া। একদিন হয়তো তার স্বপ্নগুলো পূরণ হবে।সে ও হবে সমাজের একজন অগ্রদূত।

কেমন লাগল বন্ধুরা? ভাল লাগলে নিচের Share বাটনে ক্লিক করুন তারপর উপরেরে ডান পাশের Post বাটনে ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন